Wellcome to National Portal
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৫

বিআরটিসি'র ইতিহাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যা ১৯৬১ সালে সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ নম্বর-৭ মোতাবেক আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধের পর সম্পূর্নরূপে বিদ্ধস্ত এ প্রতিষ্ঠান ‘‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’’ অর্থাৎ ‘‘বিআরটিসি’’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। তারপর অন্যান্য দেশের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ন্যায় বিআরটিসি অদ্যাবধি দেশের যোগাযোগ ক্ষেত্রে এক অসামান্য ভূমিকা রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।  বিআরটিসি’র বহরে নতুনভাবে বেশ কিছু সংখ্যক আধুনিক বাস সংযোজিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে বিআরটিসি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের পরিবহন সেক্টরে যাত্রী সেবা প্রদানের মাধ্যমে সরকারের পক্ষে বিরাট মৌলিক ভূমিকা পালন করে আসছে।